মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার মহলাল এলাকায় সিএনজি অটোরিক্সা ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মহলালের জামরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জন এবং গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। নিহতের মধ্যে আপন দুই ভাই রয়েছেন। তারা হলেন আজাদ মিয়া (৩৫) ও আলম মিয়া (২৫), পিতা মৃত দরুদ মিয়া, প্রেমনগর, মুন্সিনগর ইউনিয়ন, রাজনগর এবং অপরজন অটোরিক্সা চালক শাহিন মিয়া(৩২) পিতা অজ্ঞাত, কচুরগুল, জুড়ি। আহতদের নাম জানা যায়নি।
লাশগুলো মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Leave a Reply