মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার মসুরিয়া এলকায় সিএনজি অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ অটোযাত্রী নিহত হয়েছেন। এ সময় একই অটোরিক্সার অপর ৫ যাত্রী আহত হন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনায় ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এর মধ্যে দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ২ জনের মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Leave a Reply