নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরে মৌলভীবাজারের রাজনগরে দক্ষিণখোলা গ্রামে গণহত্যার দায়ে দুই রাজাকারকে মৃত্যুদণ্ড এবং তিন রাজাকারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে।
বুধবার এই রায় ঘোষণার পর উৎফুল্ল শহীদ পরিবারের সদস্য সহ এলাকাবাসী অবিলম্বে রায় কার্যকর দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।
মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজাকার ইউনুছ আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরীকে মৃত্যুদণ্ড এবং রাজাকার সামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ, নেছার আলী ও মোবারক মিয়াকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। কারাদণ্ডাদেশ প্রাপ্ত তিনজন পলাতক রযেছে।
অভিযোগ গঠনের পর ২০১৬ সালের ১৩ অক্টোবর ইউনুছ আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরীকে রাজনগর থানা পুলিশ আটক করে। একই বছরের ৮ বিচার শুরু হয়।
Leave a Reply