নিজস্ব প্রতিবেদক : ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় সিলেটের বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইর বিরুদ্ধে ২৬শে জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।
মঙ্গলবার দুপুরে দুই জনের সাফাই সাক্ষ্য গ্রহণ শেষে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো যুক্তিতর্ক উপস্থাপনের এ দিন ধার্য্য করেন।
সাফাই সাক্ষ্য দেন তারাপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপক মাহমুদ হোসেন চৌধুরী ও আব্দুল মুনিম।
২০১৬ সালের ১৪ই ডিসেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এতে ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই ১৯৯০ সালে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে ভুয়া সেবায়েত সাজিয়ে তারাপুর চা বাগানের ৪২২ দশমিক ৯৬ একর দেবোত্তর সম্পত্তি দখল নেন।
Leave a Reply