সিলেট ট্রেড সেন্টারের আওতাধীন ভেজিটেবল মার্কেট ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ রাগীব আলীর মুক্তি দাবি জানিয়েছেন।
শনিবার রাতে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন মার্কেট কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো তুরণ মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক আলেক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো ছাদ মিয়া, সহ সভাপতি মো ছালেক মিয়া, সহ ধর্ম সম্পাদক মো খছরু মিয়া, প্রবীণ ব্যবসায়ী মো বশির মিয়া, মোহাম্মদ আলী দুদু, সহ সাহিত্য সম্পাদক মো আব্দুর রব, ব্যবসায়ী মো ছালাহ উদ্দিন, অর্থ সম্পাদক মো শফিক মিয়া, প্রচার সম্পাদক মো আব্দুল জলিল, মো হারিছ মিয়া, মো পংকী মিয়া, মো আব্দুল মান্নান, মো কবীর মিয়া ও মো ছাদিক মিয়া।
কোরআন তেলাওয়াত করেন সহ সভাপতি মো কয়ছর আলী।
Leave a Reply