সিলেট ৩ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ তলাবিহীন ঝুড়ি থেকে এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর দর্শন গ্রাম হবে শহর। এই মনমানসিকতা নিয়ে সকলকে কাজ করতে হবে।
উন্নয়ন প্রকল্পে কেউ অনিয়ম ও দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সাংসদ হুশিয়ার করে দেন।
রবিবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নে এক কোটি টাকা ব্যয়ে রাখালগঞ্জ বাজার থেকে মানিকপুর-মির্জানগর-ইনাত আলীপুর-গফুরের বাঁধ আরএইচডি সড়ক পর্যন্ত কাঁচা রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক বদরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক পংকী মিয়া, দাউদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply