নিজস্ব প্রতিবেদক : তরুণ রাজনীতিবিদ ও যুব সংগঠক রশীদ আহমদের উপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
সোমবার বিকেলে মহানগরীর মদিনা মার্কেট এলাকায় দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন। বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন, জাতীয় পার্টি নেতা আ ন ম ওয়াহিদ, মুক্তিযোদ্ধা সংসদের ছাতক উপজেলা কমান্ডার আতাউর রহমান তোতা ও সিটি কাউন্সিলর ইলিয়াছুর রহমান। সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের আহ্বায়ক অধ্যাপক খসরুজ্জামান।
বক্তারা অবিলম্বে রশীদ আহমদের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
Leave a Reply