নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় রয়েল এনফিল্ড ও মাদকদ্রব্যসহ প্রায় এক কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর/২০ অগ্রহায়ণ) দুপুরে জকিগঞ্জ ব্যাটালিয়ন জানিয়েছে, বুধবার থেকে দুদিন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট, লালাখাল, লোভাছড়া, সোনাপুর, ডোনা ও সোনারখেওর বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় ভারতীয় চিনি, তাল মিছরি, মোটরসাইকেল, ইয়াবা ট্যাবলেট, কাতান শাড়ি, কম্বল, বড় ট্রাক, মহিষ, কাশ্মীরি রুমাল, নিম্নমানের চা-পাতা ও ইঞ্জিন চালিত কাঠের নৌকা আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ ২৭ হাজার ২০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।