দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী নাসির উদ্দিন, জ্যেষ্ঠ সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন ও যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশীদ মাহে রমজান উপলক্ষে ধর্মপ্রাণ মুসলিমগণ সহ দেশবাসীকে খোদআমদেদ ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক বিবৃতিতে একই সঙ্গে তারা উল্লেখ করেছেন, নিত্যপণ্যের সীমাহীন মূল্য বৃদ্ধিতে তীব্র কষ্ট, গ্যাস-বিদ্যুতের দফায় দফায় মূল্য বৃদ্ধি ও রাজধানী সহ নগরগুলোতে ভয়াবহ যানজটের করুণ অবস্থা নিয়ে এবারের মাহে রমজান দেশবাসী পালন করবে।
তারা রমজান উপলক্ষে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি জোরালো করার পাশাপাশি জনদুর্ভোগ লাঘব, ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন ও সড়ক-মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করা এবং ট্রেন যাতায়াতের শিডিল ঠিক রাখা সহ সকল ক্ষেত্রে প্রদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে সরকারি প্রশাসনকে শক্তিশালী দেখতে চায় দেশবাসী। এই পদক্ষেপগুলো যেন লোক দেখানো না হয়।
বিবৃতিতে সিটি কর্পোরেশনগুলোতে বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ সরবরাহ এবং অবৈধ বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন মুক্ত করে পরিচ্ছন্ন মহানগরী রাখতে যা যা প্রয়োজন তা গ্রহণ করার জন্য জোর দাবি জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply