পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও ন্যায্যমূল্যে ভোক্তাসাধারণকে মানসম্পন্ন পণ্য সরবরাহ করতে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
এক বিবৃতিতে সিলেট চেম্বার সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ এ আহ্বান জানিয়ে বলেন, রমজান সিয়াম-সাধনার মাস। এ মাসে ব্যবসায়ীদের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। রমজানের পবিত্রতা রক্ষা করা যেমন অপরিহার্য, তেমনি ন্যায্যমূল্যে মানসম্পন্ন পণ্য পাওয়া ভোক্তাসাধারণের অধিকার। তাই আসন্ন পবিত্র রমজান মাসে ব্যবসায়ীদেরকে দায়িত্বশীলতা ও নিষ্ঠা বজায় রেখে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে হবে।
তিনি রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মহানগরীর যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান।
তিনি বলেন, এই সময়ে যানজট ও ছিনতাই অনেকাংশে বেড়ে যায়। তাই ব্যবসায়ী ও সাধারণ জনগণের সার্বিক নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ ভূমিকা পালন করতে হবে।
চেম্বার সভাপতি পবিত্র রমজান মাসে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থায় যাতে কোন ধরনের ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বিশেষভাবে অনুরোধ জানান।
Leave a Reply