নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রাখা নিয়ে জেলার ব্যবসায়ীদের সাথে পুলিশ সুপার মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার দুপুরে সিলেট পুলিশ লাইনস মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান রমজান মাসে কেউ যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে মূল্য বৃদ্ধি না ঘটায় সে ব্যাপারে সজাগ থাকতে সবার প্রতি আহ্বান জানান।
তিনি পবিত্র এ মাসে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় বাজারগুলোতে পুলিশি টহল জোরদার করা হবে বলেও জানান।
মতবিনিময় সভায় জেলার সকল উপজেলার ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply