সাংস্কৃতিক প্রতিবেদক : সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে আয়োজিত রবীন্দ্র-নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালির অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছেন।
তারা আরও বলেছেন, বাঙালির গর্ব এ দুই কবি আমাদের জাগরণে উজ্জীবিত করেছেন। উদ্বুদ্ধ করেছেন স্বদেশপ্রেমে। আমরা এখনও শক্তি আর সাহস পাই রবীন্দ্র-নজরুল থেকে। তাই আমাদেরকে আরও বেশি করে রবীন্দ্র চর্চা ও নজরুল চর্চায় মনোনিবেশ করতে হবে।
বক্তারা নতুন প্রজন্মকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বেশি করে জানার আহ্বান জানান।
উপজেলা শিল্পকলা একাডেমি ও অনির্বাণ সাংস্কৃতিক সংসদ দিরাই উপজেলা গণমিলনায়তনে বুধবার, ৩১ মে বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন। সভাপতিত্ব করেন অনির্বাণ সাংস্কৃতিক সংসদের সভাপতি নারায়ন দাস। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রেসক্লাব ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজা সিলেটের প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ, মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের সভাপতি লেখক শেখ নূরুল ইসলাম, দিরাই সরকারি কলেজের প্রভাষক মো রফিকুল ইসলাম তালুকদার, অনির্বাণ সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দিরাই পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম রায় চৌধুরী ও বাসুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাধীন চৌধুরী। উপস্থাপনায় ছিলেন শর্মিষ্ঠা চৌধুরী জিনিয়া।
এছাড়া অনির্বাণ সংগীত বিদ্যালয় ও নৃত্যাঙ্গন দিরাই গানে ও নৃত্যে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
Leave a Reply