সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশনায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ও পুনঃ রথযাত্রা উপলক্ষে মতবিনিময় সভা ও অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার, ৪ জুলাই (২০ আষাঢ়) দুপুর ১২টায় নগরভবনের সভাকক্ষে ভারপ্রাপ্ত মেয়র মো মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় যুক্তরাজ্য থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সার্বিক সহযোগিতা করবে সিলেট সিটি কর্পোরেশন। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে নির্বিঘ্নে রথযাত্রা উদযাপন করতে পারেন সে ব্যাপারে প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও আলাপ হয়েছে।
পরে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ও পুনঃ রথযাত্রা উপলক্ষে অনুদান প্রদান করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু, সচিব আশিক নূর, উপপুলিশ কমিশনার গোলাম দস্তগীর, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক তপন মিত্র, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত সিংহ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply