জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি ও জিডিএফের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রজব আলী খান নজীবের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন-জিডিএফ ও মরহুমের পরিবারের উদ্যোগে সোমবার এই কর্মসূচি পালন করা হয়।
দুপুরে মহানগরীর পশ্চিম জিন্দাবাজারে জিডিএফ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ।
জিডিএফের মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের প্রতিবন্ধী বিয়ষক কর্মকতা সিন্ধার্থ শংকর রায়, বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সুরাইয়া নাছরিন, মরহুমের বড় ভাই মো রাজিবুল্লাহ, জিডিএফ নির্বাহী সদস্য অ্যাডভোকেট রকিব আলী খান ও ডিসএ্যাবন্ড কমিউনিটি এডভান্স ফাউন্ডেশনের সদস্য বিশু নাথ।
জিডিএফের ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সংস্থার কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন, সমাজসেবী সৈয়দ মাহমুদুর রহমান, শিক্ষিকা নমিতা রাণী দে, সাবিনা ইয়াছমীন, শিক্ষক সালাম মিয়া ও সুপারভাইজার রায়হান খান। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, প্রতিবন্ধী শিক্ষার্থী হাফিজ কয়েছ আহমদ। রজব আলী খান নজীবের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, মাওলানা আনিছ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী রজব আলী খান নজীব একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও সুস্থ সবল মানুষের মতো দেশ, সমাজ ও প্রতিবন্ধী সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে গেছেন।
এদিকে দিনটি উপলক্ষে সিলেট সদর উপজেলার বাইশটিলা এতিমখানা মাদরাসায় ৮০ জন শিক্ষার্থীকে দুপুরের খাবার দেওয়া হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply