সুনামগঞ্জ প্রতিনিধি : ফেসবুকের পোস্ট দেয়া নিয়ে রংপুরের ঠাকুরপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও হামলার প্রতিবাদে এবং হামলাকরীদের গ্রেফতারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের ট্রাফিক পয়েন্টে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রমেন্দ্র কুমার দে মিন্টু। বক্তব্য রাখেন, জেলা সভাপতি নৃপেশ তালুকদার নানু, অ্যাডভোকেট স্বপন কুমার দেব, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক বিমল বণিক ও কৃষক নেতা আব্দুল কাইয়ূম।
Leave a Reply