স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন-বিএনএনআরসির উদ্যোগে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় সোমবার ‘স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধি : বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক বহুমাত্রিক অংশীজনদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হলো।
বেগম রোকেয়া মিলনায়তন, আরডিআরএস, রংপুরে আয়োজিত সেমিনারে নাগরিক সমাজ সংস্থার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, দুনীঁতি দমন কমিশনের প্রতিনিধি এবং সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি সহ মোট ৪০ জন উপস্থিত ছিলেন।
সেমিনারের উদ্দেশ্য হলো, স্বাস্থ্যখাতের সক্ষমতা আরও বৃদ্ধির জন্য বিভিন্ন পর্যায়ের অংশীজনদের অংশগ্রহণে স্বাস্থ্যখাতের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করে স্বাস্থ্যসেবাকে কিভাবে আরও সহজলভ্য করা যায়, সে বিষয়গুলো তুলে ধরা।
সেমিনারের শুরুতে বিএনএনআরসির কর্মসূচি সমন্বয়কারী হীরেন পণ্ডিত উদ্যোগ সম্পর্কে ধারণা দিয়ে তার স্বাগত বক্তব্য পেশ করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, আনজারুল ইসলাম জুয়েল (ব্যুরো প্রধান, বাংলাভিশন, রংপুর)। এরপর আলোচকগণ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে স্বাস্থ্যসেবা বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। সঞ্চালক ছিলেন, মিনাক্ষী বণিক (বাংলাদেশ বেতার, রংপুর)।
মো ফজলুল কবীর (পরিচালক, স্থানীয় সরকার, রংপুর) ছিলেন সেমিনারে প্রধান অতিথি। বিশেষ অতিথি ছিলেন, মো আব্দুল করিম (পরিচালক, দুর্নীতি দমন কমিশন, রংপুর বিভাগীয় কার্যালয়), মিজানুর রহমান, (উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়), ডা মো রেজাউল করিম (পরিচালক, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল) ও ডা আবু মো জাকিরুল ইসলাম (বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগ, রংপুর)।
সভাপতিত্ব করেন, রংপুর কারমাইকেল কলেজের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ও বিশিষ্ট লেখক-শিক্ষাবিদ মোহাম্মদ শাহ্ আলম। সবাই আশা প্রকাশ করেন, এই সেমিনারের বক্তব্য ও মুক্ত আলোচনায় উত্থাপিত বিষয়সমূহ সবার-বিশেষ করে সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গুণগত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিতকরণে সহায়ক ও কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply