নিজস্ব প্রতিবেদক : রংপুরে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও বসতবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের কো চেয়ারম্যান রমেন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন কুমার দে, সাধারণ সম্পাদক অধ্যাপক রজত ভট্টাচার্য, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, পূজা উদযাপন পরিষদের মহানগর সভাপতি সুব্রত দেব, মহানগর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য, মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, ব্রহ্মমন্দিরের সম্পাদক বিজয় কৃষ্ণ বিশ্বাস ও ছাত্র যুব ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক সুবিনয় মল্লিক।
বক্তারা বলেন, একের পর এক এ ধরনের নৃশংসতায় ধর্মীয় সংখ্যালঘুরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্যদিকে অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এতে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
তারা অবিলম্বে হামলাকারীদের খুঁজে বের করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান।
Leave a Reply