আল আজাদ : এই সেই বাড়ি, সিলেটের যে বাড়িটি ১৯৭১ সালে হয়ে উঠেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা থেকে প্রাণ বাঁচাতে ছুটে চলা মানুষের প্রথম আশ্রয়। এখান থেকে পরিবেশ-পরিস্থিতি বুঝে এই নারী-পুরুষ-শিশুদেরকে পাঠানো হতো নিরাপদ আশ্রয়ে। এমনকি সীমান্তের ওপারে পর্যন্ত। এজন্যে বাড়ির প্রাণপুরুষ গ্রেফতার হন। পরিবারের সদস্যরা হন নানা ভোগান্তির শিকার। তবু কেউ স্বাধীনতার জন্যে মহান মুক্তিযুদ্ধে দায়িত্ব পালনে পিছপা হননি।
কদমতলির হামিদ মিয়ার বাড়ি। এই হামিদ মিয়াই সিলেটের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব জননেতা আব্দুল হামিদ। যেমনি রাজনীতিতে তেমনি শিক্ষা-সংস্কৃতি-সামাজিকতায়ও তার ছিল অসামান্য অবদান। এই অবদান বিস্তৃত ছিল সিলেটের সীমানা ছাড়িয়ে দেশের বিভিন্ন এলাকা পর্যন্ত। একজন সফল ব্যবসায়ী হিসেবেও তিনি স্মরণীয়-বরণীয়। সবদিক থেকে ইতিহাস তাকে অনন্য উচ্চতার আসনে অধিষ্ঠিত করেছে।
আব্দুল হামিদের মেজো ছেলে এম এ মান্নানের স্মৃতিচারণ থেকে জানা যায়, পাকিস্তানি হানাদার বাহিনী পঁচিশে মার্চ রাতে সিলেট শহরের বুকে ঝাঁপিয়ে পড়ে। নির্বিচারে চালাতে থাকে হত্যা-নির্যাতন। জারি করে কারফিউ। এক পর্যায়ে তা শিথিলও করে। এই সুযোগে প্রাণ বাঁচাতে যে যেভাবে পারে শহর ছাড়তে থাকে। কারও কারও গন্তব্য নির্ধারিত থাকলেও অন্যদের ছিল অনির্ধারিত। তবু অনিশ্চয়তা নিয়েই পথে নামতে হয়। তবে অনেকেরই প্রথম ভরসাস্থল ছিল হামিদ মিয়ার বাড়ি। তাই নিঃসংকোচে গিয়ে উঠেন সেখানে; কিন্তু থাকা হতোনা বেশিরভাগেরই। কারণ শংকা ছিল, যখন তখন পশ্চিমা হায়েনারা হানা দিতে পারে।
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) নেতা আব্দুল হামিদ এই অনিশ্চিত পথযাত্রীদের পথের নিশানা দিতেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সবাইকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেন নিরাপদ আশ্রয়ে। কাউকে গাড়িতে করে-কাউকে ফাঁড়ি পথে হেঁটে। প্রথমেই পাঠাতেন গোলাপগঞ্জ থানায় (এখন উপজেলা) দলীয় রাজনৈতিক সহকর্মী কফিল উদ্দিন চৌধুরীর কাছে। পাঠাতেন চারখাইসহ আরও কিছু জায়গায় বিশ্বস্তজনদের নিকট। সেই নেতা-কর্মীরা অসহায় মানুষদের পরমবন্ধু হয়ে বিভিন্ন আশ্রয়ে বা পরিচিতজনদের কাছে এমনকি সীমান্ত পার করে ভারতে পর্যন্ত পৌঁছে দিতেন।
এম এ মান্নানের স্মৃতিচারণ থেকে আরও জানা যায়, মার্চের শেষ বা এপ্রিলের প্রথম থেকেই তাদের বাড়ি অভিমুখে জনস্রোত শুরু হয়। প্রথমেই এসে উঠেন সিলেট বেতার কেন্দ্রের সহকারী আঞ্চলিক পরিচালক জমির সিদ্দিকী। সঙ্গে আরেকজন। দু’জনেই বিহারী। তারা দু’দিক থেকেই জীবনের ঝুঁকিতে ছিলেন। তখনকার ন্যাপ নেতা পরবর্তী সময়ে সিলেট পৌরসভার চেয়ারম্যান অ্যাডভোকেট আ ফ ম কামাল তাদেরকে সেখানে পৌঁছে দেন।
উল্লেখ্য, সিলেট বেতার কেন্দ্র থেকে সাতই মার্চ রাতেই সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মূল দিকগুলো প্রচার করা হয়। জমির সিদ্দিকীও এতে সংশ্লিষ্ট ছিলেন। তাই ছিলেন পাকিস্তানি হানাদার বাহিনী কু-নজরে। অন্যদিকে বিহারী হওয়ায় জনরোষে পড়ে যাওয়ার আশংকাও ছিল।
হামিদ মিয়ার বাড়িতে প্রায় দু’সপ্তাহ দু’জনকে ধানের গোলায় লুকিয়ে রাখা হয়। খাওয়া-দাওয়া চলতো সেখানে বসেই। তবে প্রাকৃতিক কর্ম সম্পদানের জন্যে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল। পরবর্তী সময়ে জননেতা আব্দুল হামিদ দু’জনকে নিরাপদে ঢাকায় পৌঁছার ব্যবস্থা করে দেন।
এক পর্যায়ে পাকিস্তানি হানাদার বাহিনী গ্রেফতার করে আব্দুল হামিদকে। প্রথমে তাকে রাখা হয় সার্কিট হাউসে। পরে নিয়ে যাওয়া হয় আদালত এলাকায় নেজারত ভবনের বারান্দায় স্থাপিত অস্থায়ী কারাগারে। টানা ১১ দিন পর তিনি মুক্তি পান। জমির সিদ্দিকী তার মুক্ত হওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া তৎকালীন ন্যাপ প্রধান ওয়ালি খানের অনুসারী কিছু লঞ্চ মেকানিকেরও এ ক্ষেত্রে ভূমিকা ছিল।
প্রতিদিনই অসংখ্য নারী-পুরুষ-শিশু এ বাড়িতে গিয়ে উঠতেন; কিন্তু থাকতেন না। কারণ ঝুঁকি ছিল। যেকোন সময়ে খান সেনারা হানা দিতে পারে। তাই যার যা সহযোগিতার প্রয়োজন তা দিয়ে তাকে বা তাদেরকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হতো। খাওয়ার ব্যবস্থা থাকতো সবসময়। এই ব্যবস্থা করে রাখতেন জননেতা আব্দুল হামিদের সহধর্মিণী তাহেরুন নেছা। তিনি গভীর রাতেও মানুষজনকে খাওয়া-দাওয়া করাতে দ্বিধাবোধ করতেননা। কিশোর ছেলে এম এ মান্নান ব্যবস্থাপনাসহ বিভিন্ন দায়িত্ব পালন করতেন। আর নিরাপদ আশ্রয়ের সন্ধানে যোগাযোগের দায়িত্ব পালন করতেন ন্যাপ-কমিউনিস্ট পার্টির নেতা-কর্মী রফিকুর রহমান লজু ও রেজওয়ান আহমদরা। কুলাউড়া থেকে প্রায়ই আসতেন কমিউনিস্ট পার্টির নেতা আব্দুল মালিক। নিয়ে আসতেন নানা ধরনের প্রচারপত্র। অন্যান্য রাজনৈতিক নেতারাও আসতেন মেনিখলা গ্রাম থেকে এই বাড়ি পর্যন্ত একটি গোপন পথ দিয়ে। বাড়ির টঙ্গিঘরে বরাবরের মতোই রাজনৈতিক নেতারা বসে শলা-পরামর্শ করতেন। রাতে আসতেন গ্রামের সবাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনতে। শোনা হতো দরজা বন্ধ করে। রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে নানা মতের হলেও গ্রামবাসীর মধ্যে সামাজিক ঐক্যের দৃঢ়তা ছিল, যে কারণে কারও ক্ষতি হয়নি।
এক পর্যায়ে পরিবারটিকে নিরাপত্তার কারণে বাড়ি ছাড়তে হয়। গিয়ে উঠতে হয় দক্ষিণ সুরমার হাজিপুরে জননেতা আব্দুল হামিদের মামার বাড়িতে ও বালাগঞ্জের জামালপুরে মেয়ের বাড়িতে। সেখান থেকেও তিনি মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। নিজে গিয়ে জালালপুর এলাকায় অবস্থানরত মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিয়ে আসতেন অর্থ ও অন্যান্য সহায়তা। কারামুক্ত হওয়ার পর কয়েকদিন বাড়িতেই থাকেন। পরে আবার হাজিপুর চলে যান; কিন্তু দুবরির হাওরে মিত্রবাহিনীর ছত্রী সৈন্য অবতরণের খবর পেয়ে ফিরে আসেন। কারণ মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর পাশে দাঁড়াতে হবে।
মহান মুক্তিযুদ্ধের আগে-পরে এই বাড়িতে আসা-যাওয়া ছিল জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ, পীর হবিবুর রহমান, দেওয়ান ফরিদ গাজী, সুরঞ্জিত সেন গুপ্ত, আব্দুন নূর, গুলজার আহমদ ও আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান সহ অনেকেরই। আওয়ামী লীগ নেতা ইসমত আহমদ চৌধুরীর জন্যে টঙ্গিঘরে থাকতো নির্দিষ্ট করা বিছানা, যেখানে তিনি প্রায়ই রাত কাটাতেন।
এসব ঐতিহাসিক কারণেই হামিদ মিয়া বাড়িটি ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে।
Leave a Reply