মাধবপুর প্রতিনিধি : বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দুরা যখন পূজা করে তখন মুসলমানরা সেই আনন্দ উৎসবে শরীক হন। খাঁটি মুসলমান অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল।
তিনি আরও বলেছেন, যে দেশে সংখ্যালঘু সম্প্রদায় যত নিরাপদ সে দেশ তত বেশি উন্নত।
শুক্রবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ ও বিভিন্ন সুবিধাভোগী মানুষের মাঝে সরকারি অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে ও প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো আলাউদ্দিন, সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা সুকোমল রায়, মাধব রায়, শ্রীধাম দাশ গুপ্ত, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মো অলিদ মিয়া ও সাধারণ সম্পাদক সাব্বির হাসান।
Leave a Reply