নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক-আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, যেমনি উন্নয়নে তেমনি সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ নিয়ন্ত্রণে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব আর জিরো টলারেন্স নীতির জন্যে। এই ধারা অব্যাহত রাখতে হবে।
শুক্রবার রাতে মহানগরীর দক্ষিণ সুরমায় কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে সিলেট মহানগর পুলিশ ও জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আইজিপির সিলেট সফর উপলক্ষে আয়োজিত এ সুধী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা মোর্শেদ আহমদ চৌধুরী, সিলেট বিভাগের কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন, ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম, মহানগর পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ ও আইজিপির বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠী অধ্যাপক জয়ন্ত কুমার দাস।
আইজিপি বলেন, জঙ্গিগোষ্ঠী একসঙ্গে ৬৩ জেলায় বোমাহামলা চালিয়ে বুঝাতে চেয়েছিল, কেউ তাদের কিছু করতে পারবেনা; কিন্তু পুলিশসহ দেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে নির্মূল করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এখন তারা কোন নাশকতার পরিকল্পনা করলে সেই তথ্য আগেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে চলে আসে।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দেশের উন্নয়ন প্রসঙ্গে বলেন, আগে যেখানে গ্রামবাংলায় বেশিরভাগই ছিল কুড়েঘর সেখানে এখন কুড়েঘর খুঁজে পাওয়া কষ্টসাধ্য হয়ে গেছে।
তিনি সিলেটবাসীর কাছে দোয়া ও পুলিশ বাহিনীর জন্যে আগের চেয়ে বেশি সহযোগিতা কামনা করেন।
Leave a Reply