নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো ওসমান আলী বলেছেন, এখন থেকে যেখানে পুলিশের চাঁদাবাজি, হয়রানি ও অবৈধ টোল আদায় হবে সেখানেই সড়ক অবরোধ করা হবে।
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, পরিবহণ শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে থাকেন। অথচ নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। সড়ক দুর্ঘটনায় শ্রমিকরা আহত হন; কিন্তু সরকার থেকে কোন ক্ষতিপূরণ পান না। উল্টো মামলা ও হয়রানির শিকার হন।
মো ওসমান আলী অভিযোগ করেন, বিআরটিএ সিএনজি অটোরিক্সা শ্রমিকদের কাগজ দিচ্ছে না, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের হাতে শ্রমিকরা চাঁদাবাজির শিকার হচ্ছেন, চাঁদা না দিলে ৫টি রিসিট দিয়ে ৫০টি গাড়ি ধরে নিয়ে যাওয়া হচ্ছে, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার ও রাস্তার দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে না, উপজেলা ও পৌরসভার নামে চলছে চাঁদাবাজি, সর্বোপরি একটি মহলের ইন্ধনে সিলেটের পাথর কোয়ারি বন্ধ করে দেয়া হয়েছে।
তিনি ঘোষণা করেন, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার ও রাস্তার দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুলিশের চাঁদাবাজি, হয়রানি ও অবৈধ টোল আদায় বন্ধ এবং পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ ৬ দফা দাবি ২৯ অক্টোবরের মধ্যে পূরণ না হলে পরদিন সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের জন্যে সকল প্রকার পরিবহণ ধর্মঘট পালন করা হবে।
মো ওসমান আলী বলেন, যে সরকার শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নেবে শ্রমিকরা থাকবে সেই সরকারের পক্ষে। নতুবা আন্দোলন চলবে।
সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো জাকারিয়া আহমদের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো সজিব আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি মো দিলু মিয়া, সহ সভাপতি রুনু মিয়া মঈন, মতছির আলী, সুন্দর আলী খান, আব্দুল গফুর, খলিল খান, যুগ্ম সম্পাদক রকিব উদ্দিন রফিক, আব্দুস সালাম সালাম মিয়া, ইনসান আলী, শাহ জামাল আহমদ, আনিছুর রহমান চৌধুরী, মো মিসবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো তেরা মিয়া, মো আজাদ মিয়া, নিখিল চন্দ্র দাস, আবুল হাসনাত প্রমুখ।
Leave a Reply