সিলেটে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতির বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে মহানগরীর একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহ সভাপতি আহাদ চৌধুরী শাহিন। জেলা সভাপতি আলতাফুর রহমানের সভাপতিত্বে ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইসমাইল আলী আশিকের পরিচালনায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আহ্বায়ক নূরুল আমিন পাঠান, বাহুবল উপজেলা আহ্বায়ক আব্দুল হাই, হবিগঞ্জ পৌর আহ্বায়ক শানু মিয়া, দোয়ারাবাজার উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ ও শ্রীমঙ্গল উপজেলা আহ্বায়ক গোলাম মোস্তাফা। কোরআন থেকে তেলাওয়াত করেন মানিক উদ্দিন।
Leave a Reply