বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে এবং কনসার্ন উইমেন্স ফর ফ্যামিলি ডেভলাপমেন্ট ও ইউএনএফপিএর যৌথ সহযোগিতায় কোম্পানীগঞ্জে আয়োজিত ৭ দিনব্যাপী আয়মূলক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
উপজেলার তেলিখাল ইউনিয়নের দলইগ্রাম বাজারে ১ নম্বর ওয়ার্ডের মেম্বারের অফিসে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত নারী কিশোরী ও ট্রান্সজেন্ডারদের সুরক্ষা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যের চাহিদা পূরণ করা ও নারীদের স্বাস্থ্য সচেতনতাসহ আয়মূলক এই কর্মশালায় এলাকার ১৩ থেকে ১৭ বছর বয়সের ৩০ জন যুবনারী প্রশিক্ষণ গ্রহণ করেন।
বুধবার, ২ নভেম্বর প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিখাল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার খালেক মিয়া, বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক ও কর্মশালার প্রশিক্ষক রোকসানা বেগম এবং প্রশিক্ষক শওকত হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন ফোকাল পার্সন ও ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের স্টাফ মো ফজলু রহমান। প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply