নিজস্ব প্রতিবেদক : পয়লা নভেম্বর জাতীয় যুব দিবসকে সামনে রেখে সিলেট কল্যাণ সংস্থা ১৪ দিনব্যাপী কর্মসূচি পালন করছে।
সোমবার দুপুরে কেমুসাসের সাহিত্য আসর কক্ষে আহুত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এহছানুল হক তাহের জানান, এই কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে যুব আত্মকর্মী, পেশাজীবী ও যুব সংগঠন এবং জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, যুবকদের নিয়ে সমাবেশ ও যুব মহিলাদের নিয়ে উঠান বৈঠক করা হয়েছে।
তিনি জানান, জাতীয় যুব দিবসের কর্মসূচিতে রয়েছে, সকাল ৮টায় আলী আমজদের ঘড়ির পাশে যুব গণজমায়েত, সকাল ১০টায় দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন, সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য যুব শোভাযাত্রা এবং সকাল সাড়ে ১১টায় কেমুসাসের শহীদ সোলেমান হলে আলোচনা সভা ও যুব সম্মাননা স্মারক বিতরণ।
সংবাদ সম্মেলন থেকে স্বতন্ত্র যুব মন্ত্রণালয় গঠনের দাবি জানানো হয়।
Leave a Reply