ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত যুব গেমস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৯টায় জেলা স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা হয়ে আবার জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক রাহাত আনোয়ার মশাল জ্বালিয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন।
শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন, অনির্বাণ ক্রীড়া চক্রের সভাপতি গোলাম জাবির চৌধুরী ও আন্তর্জাতিক উশু কোচ আনোয়ার হোসেন।
Leave a Reply