সিলেটের বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম বলেছেন, প্রশিক্ষণে কর্মমুখী শিক্ষা অর্জন করে আলোকিত মানুষ হওয়া সম্ভব। যুব সমাজই জাতির প্রাণ প্রবাহ। তাই তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি আরো বলেছেন, যারা আত্মকর্মী হয়েছেন তারা যদি পারেন, তাহলে যারা প্রশিক্ষণ নিয়েছেন তারাও সে রকম পারবেন।
বুধবার দুপুরে টিলাগড়ে যুব উন্নয়ন অধিদফতর মিলনায়তনে ৬ মাস মেয়াদী অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার এপ্লিকেশন, কম্পিউটার বেসিক, ইলেকট্রিক অ্যান্ড হাউজ ওয়্যারিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন এবং ইলেকট্রনিক্স প্রশিক্ষণ কোর্স সমূহের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জেলা প্রশাসক মো রাহাত আনোয়ারের সভাপতিত্বে এবং সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের উপ সমন্বয়ক এ এস এম কবীর ও সৈয়দ মো আমিনুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদফতরের উপ পরিচালক মো আলা উদ্দিন। যুব সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন, জাতীয় প্রশিক্ষিত যুব সংসদের সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, জাতীয় যুবপদক প্রাপ্ত আত্মকর্মী নুরুন্নাহার বেবী ও সাদিকুর রহমান। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হেলাল উদ্দিন ও আলী হোসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুব উন্নয়ন প্রশিক্ষণ জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মিসবাহ।
Leave a Reply