নিজস্ব প্রতিবেদক : আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিশাল আনন্দ শোভাযাত্রাটি মহানগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়।
মহানগর যুবলীগ আহবায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীর ও সেলিম আহমদ সেলিমের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুর আনোয়ার আলাউর ও বিজিত চৌধুরী, শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, সাবেক ছাত্রনেতা বেলাল খান, আনিসুজ্জামান আনিস, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, যুবলীগের সদস্য হুমায়ুন রশিদ লাভলু, রাহেল আহমদ চৌধুরী, জাকিরুল আলম জাকির, সাহেদ আহমদ, আনিসুর রহমান তিতাস, রিমাদ আহমদ রুবেল, লাহিন আহমদ, ফারুকুল ইসলাম ফারুক, হোসেন আহমদ বাবু, মেহেদী কাবুল, ইমামুর রহমান লিটন, আবিদুর রহমান শিপলু, মুরাদ আহমদ মুরন, বিপ্লব পুরকায়স্থ, কলিং সিংহ, আব্দুর রব সায়েম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান পাপ্পু।
Leave a Reply