জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে উপজেলা ও পৌর যুবলীগের কমিটি গঠন নিয়ে দুটি পক্ষ এখন মুখোমুখি। রবিবার উপজেলা সদর জুড়ে ছিল থমথমে পরিস্থিতি। এম এ হক চত্বরে এক পক্ষ ও মুক্তাঞ্চল চত্বরে অপর পক্ষ অবস্থান নেয়। ফলে শহরে আতংক ছড়িয়ে পড়ে। সংঘাত-সংঘর্ষের আশংকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এক পর্যায়ে বিদ্রোহী নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করে প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে সমাবেশ করেন। সংগঠনের সাবেক পৌর সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শহীদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সুবিনয় মল্লিক, আব্দুল কাইয়ুম, অনু আহমদ, আমিনুল ইসলাম শিমুল, রিয়াজ উদ্দিন শিরন, জালাল আহমদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি দেবাশীষ দেশমূখ্য রাজু, মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাবেল রেজা প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ২০০১ সালের ২১ আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার প্রধান ষড়যন্ত্রকারী খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরীর নির্বাচনী সমন্বয়কারী ছিলেন ড আহমদ আল কবির। ১/১১ সময়ে সরকারের বিরুদ্ধে যে কয়েকটি এনজিও অবস্থানে নিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল ড আহমদ আল কবিরের সীমান্তিক।
নেতৃবৃন্দ বলেন, ২০০১ হতে ২০০৫ সাল পর্যন্ত ড আহমদ আল কবির কোথায় ছিলেন সাধারণ মানুষ জানেনা। ২০০৮ সালের ডিসেম্বর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নিজের রূপ পাল্টে প্রভাবশালী আত্মীয়ের নাম ভাঙ্গিয়ে তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হন।
সমাবেশে ড আহমদ আল কবিরকে জকিগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করে বলা হয়, তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ভুল তথ্য দিয়ে ৪ এপ্রিল জকিগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগের কমিটি অনুমোদন করিয়ে নেন।
Leave a Reply