নিজস্ব প্রতিবেদক : অকাল প্রয়াত সিলেটের জনপ্রিয় যুব সংগঠক, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য অ্যাডভোকেট মইনুদ্দিন আহমদ জালালের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মইনুদ্দিন আহমদ জালালের মরদেহ রাখা হয়। সেখানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন ও খেলাঘরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও মইনুদ্দিন আহমদ জালালের মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মইনুদ্দিন আহমদ জালাল চিকিৎসার জন্যে ভারতের শিলংয়ে অবস্থানকালে বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেন।
Leave a Reply