নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেছেন, যুবকরাই জাতির প্রাণশক্তি। তাই ঐক্যবদ্ধ যুবসমাজকে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ার লক্ষ্যেই যুবলীগের প্রতিষ্ঠা। সে লক্ষ্য পূরণে সংগঠনের প্রত্যেক নেতাকর্মী নিরলস কাজ করছেন।
আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সাখাওয়াত হোসেন শফিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলুল হক মনিসহ পঁচাত্তরের পনেরোই আগস্টের সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
যুবলীগের সিলেট মহানগর সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মো শামীম আহমদ ও মহানগর সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, যুবলীগ পরাজয় মানেনা। বাধা-বিপত্তির পাহাড় ডিঙ্গিয়ে কেবল এগিয়ে যায়।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের জেলা সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। বিশেষ বক্তা ছিলেন, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।
Leave a Reply