আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, যুবকরাই জাতির প্রাণশক্তি। শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের মধ্যে নেতৃত্ব, দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগিয়ে তোলা সম্ভব। বর্তমান সরকার যুবসমাজের সুস্থ বিকাশকে সবসময় গুরুত্ব দিয়ে আসছে।
শুক্রবার মহানগরীর ঘাসিটুলা নদীর পাড়ের মাঠে সবুজ সেনা যুব সংঘের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি রাকিব আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো মুক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১০নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট ছালেহ আহমদ চৌধুরী, মঈন উদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন শাহাবুল, পিডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃতেন্দ্র কুমার দাস ও আশক ফাউন্ডেশন সিলেট বিভাগের প্রধান উপদেষ্টা মোস্তফা কামাল। এছাড়া
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রুহেনা খানম মুক্তা, আব্দুল মুক্তি, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম কিবরিয়া মাশুক, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, অ্যাডভোকেট জাইদুর রহমান জিবের, রিয়াজ উদ্দিন বাদশা, আব্দুল করিম, লিপু আহমদ, রিয়াদ আহমদ বাবলু, সাবেক কোষাধ্যক্ষ শামিম আহমদ সেলিম, সাবেক সদস্য শাহাজাহান, সহ সভাপতি শাহাদাত হোসেন রানা, আলী আহমদ, শাকিল হোসেন, আব্দুল করিম, জাকির আহমদ, আতিকুর রহমান, জুয়েল আহমদ, কয়েছ আহমদ, হুমায়ূন রশীদ পান্না, সোহেল আহমদ রুবেল, আহমদ হোসেন, দুলাল আহমদ, সোয়েল আহমদ, লিপু আহমদ প্রমুখ।
Leave a Reply