সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশে যুদ্ধাপরাধীদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু সৈনিক লীগ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে জেলা ও বিভিন্ন উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা অংশ নেন।
সদর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো নোমান খানের সভাপতিত্বে মানববন্ধনে অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল ও সাধারণ সম্পাদক রিংক চৌধুর।
নেতৃবৃন্দ অবিলম্বে সকল যুদ্ধাপরাধীর সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি দ্রুত বাজেয়াপ্ত করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।
Leave a Reply