সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইজমার এক যুগ পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে রয়েছে, বৃহস্পতিবার উৎসব লোগো উন্মোচন, শুক্রবার আনন্দ শোভাযাত্রা, শনিবার দিনভর সুধী সমাবেশ, সুহৃদ সৌহার্দ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
যুগপূর্তি উৎসব সফল করতে মঙ্গলবার রাতে ইমজা কার্যালয়ে সিলেটের নাট্য ও সংস্কৃতিকর্মীদের সাথে মতবিনিময় করা হয়। এতে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আশরাফুল কবির। আলোচনায় অংশ নেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদ নেতৃবৃন্দ সহ অন্যরা।
মতবিনিময়কালে নাট্য ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ নিজস্ব উদ্যোগে ইমজার আনন্দ শোভাযাত্রার পরপর সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে একটি সাংস্কৃতিক পরিবেশনার ঘোষণা দেন।
Leave a Reply