হবিগঞ্জ প্রতিনিধি : ‘করোনাকালে মানুষের জন্য আমরা’ স্লোগানকে সামনে রেখে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির উদ্যোগে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আতুকুড়া, সুবিদপুর, আনোয়ারপুর, সুনারু ও বলাকীপুর সহ বিভিন্ন গ্রামের লোকজনের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি মহিবুল ইসলাম সুমন, যুবদল নেতা আমিরুল ইসলাম আখনজী, আতুকুড়া-সবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সহ সভাপতি সাংবাদিক এস এম সুরুজ আলী, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হোসেন উজ্জ্বল, মিশন অব স্টুডেন্ট হবিগঞ্জের সাধারণ সম্পাদক শিপন মিয়া, সুমন মিয়া আখনজী, শাহাব উদ্দিন ও সাইফুল ইসলাম।
Leave a Reply