NEWSHEAD

যুক্তরাষ্ট্রে সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতির মিলন উৎসব ও বনভোজন

Published: 20. Aug. 2019 | Tuesday

যুক্তরাষ্ট্র প্রবাসী সুনামগঞ্জ জেলাবাসীর প্রথম সামাজিক সংগঠন সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতির বার্ষিক মিলন-উৎসব ও বনভোজন রবিবার নিউইয়র্কের লং আইল্যান্ড হেকশেয়ার পার্কে অনুষ্ঠিত হয়েছে।
এ মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে সুনামগঞ্জের স্বাধীনতা-পরবর্তী প্রজন্মের প্রথম ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন বখত। বিশেষ অতিথি ছিলেন, জেলার আরেক কৃতিসন্তান চিত্রকর বীর মুক্তিযোদ্ধা সুনীল শুক্লা।
আনন্দ আয়োজনে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মারুফ চৌধুরী। ফুলেল শুভেচ্ছা জানান, সম্পাদক ডি চৌধুরী অসিত, মিলনোৎসব উদযাপন পরিষদের আহবায়ক আইয়ুব আলী, যুগ্ম আহবায়ক মান্নাফ তালুকদার, হাবিবুর রহমান, পারভেজ চৌধুরী ও আবুল হোসেন লিটন। আলোচনায় অংশ নেন, প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক বিধুভূষণ চৌধুরী, প্রবীণ কবি ও লেখক সালমা বখত চৌধুরী, মাহমুদুল চৌধুরী, কবি লেখক ইশতিয়াক রুপু, সমাজকর্মী জুলকারনাইন হায়দার, শিবলী চৌধুরী, সুনামগঞ্জের আওয়ামী লীগ নেতা আমীর হোসেন রেজা, মিসবাহুর রশীদ পীর, লেখক রোমেনা লেইস, সাব্রী সাবেরীন, কবি মাসুদ চৌধুরী, কবি দেওয়ান নাসের রাজা চৌধুরী, জয়েদ চৌধুরী অপু, এনওয়াইপিডির পুলিশ কর্মকর্তা নিয়ন চৌধুরী ও সাংবাদিক নূরুল গণি নজরুল।
উৎসবে আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক বিধু ভূষণ চৌধুরীর সহধর্মিনী, শিক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন কর্মকর্তা হাসানুল কবীর ডাবলু, কবি তৃষ্ণা শুক্লা, সৈয়দা নীলুফার চৌধুরী, সিলেট সরকারি মহিলা কলেজ ছাত্রী-সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক আফসিন নিগার, রবীন্দ্র বর্মন, রতন দাশ, নারায়ণ, আব্দুল কাদির, শামনুন শিবলী, ফারহান বখত, লাকী চৌধুরী, মাজহারুল ইসলাম চৌধুরী জোসেফ, বখত রুম্মান বিরতিজ, সুরাইয়া চৌধুরী চাঁদনী, বিলকিস খান, ফৌজিয়া চৌধুরী ও শিমু বখত।

Share Button
January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

দেশবাংলা