ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে প্রতি ২০ জনে ১ জন লোক কোলরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন।
নিউইয়র্কে কোলরেক্টাল ক্যান্সার ও এর প্রতিরোধ বিষয়ক এক ওয়ার্কশপে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশী-আমেরিকান উইম্যান অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্রঙ্কসের পার্কচেস্টার লাইব্রেরিতে শনিবার এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে কোলরেক্টাল ক্যান্সার ও এর প্রতিরোধ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন লিঙ্কন হসপিটালের বিশেষজ্ঞ ডা মারিয়া ক্যাসাব। ওয়ার্কশপে এ বিষয়ে বাংলা সহ বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ডা নাহিদ খান।
ওয়ার্কশপে জানান হয়, আক্রান্তদের মধ্যে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা বেশি। যথাসময়ে কোলন্সকপি চিকিৎসার মাধ্যমে শতকরা ৬০ ভাগ কোলরেক্টাল ক্যান্সার প্রতিরোধ সম্ভব। নিউইয়র্কে লাঞ্চ ক্যান্সারে মৃত্যুর হার বেশি হলেও কোলরেক্টাল ক্যান্সারে মৃত্যুর হার দ্বিতীয় অবস্থানে রয়েছে।
ওয়ার্কশপে বলা হয়, বিশ্বের এ উন্নত দেশে সকল রকম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও প্রতি ৩ জনে মাত্র ১ জন কোলন্সকপি চিকিৎসা সেবা গ্রহণ করেন। অজ্ঞতা, অবহেলা, ইনস্যুরেন্স না থাকা, ভয়ভীতি ইত্যাদি কারণে এমনটি হচ্ছে।
ওয়ার্কশপে জানানো হয়, হেলথ ইনস্যুরেন্স না থাকলেও এনওয়াইএস ক্যান্সার প্রোগ্রামের আওতায় ব্রেস্ট, সারভিক্যাল ও কোলরেক্টাল ক্যান্সারের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়।
ওয়ার্কশপে জানানো হয়, লিঙ্কন হসপিটালে কোলরেক্টাল ক্যান্সারের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়। ফ্রি চিকিৎসার জন্য এ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগ কিংবা ৭১৮-৫৭৯-৫৯৯৪ নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
বাংলাদেশী-আমেরিকান উইম্যান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদারের সভাপতিত্বে ওয়ার্কশপে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মো এন মজুমদার।
Leave a Reply