ইউএসএনিউজঅনলাইন.কম : যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসব আমেজে যুক্তরাষ্ট্রে মুসলিম সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
এখানে স্থানীয় সময় অনুযায়ী ১২ই সেপ্টেম্বর সোমবার ঈদুল আজহা উদযাপিত হয়।
যুক্তরাষ্ট্রে লোকাল ও গ্লোবাল মুনসাইটিং দ্বন্দ্ব থাকলেও এবার পবিত্র ঈদুল আজহা একই দিনে উদযাপিত হয়।
নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত মুসলমানগণ সপরিবারে নিকটস্থ মসজিদ ও খোলা মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন।
নিউইয়র্কে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকায় ছেলে-মেয়েদের নিয়ে ঈদ জামাতে যেতে পারায় এবারে প্রবাসীদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জামাতে মুসল্লিদের ঢল নামে। নিউইয়র্ক এবং পার্শ্ববর্তী রাজ্যেগুলোতে এবার আবহাওয়াও ছিল চমৎকার।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা পবিত্র হজ এবং ঈদুল আজহা উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানান।
সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদের নামাজ আদায়ের জন্য মসজিদ পরিচালনা কমিটির পাশাপাশি সিটি প্রশাসনও নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখে। ঈদের নামাজ আদায়ের স্থানগুলোর আশপাশের রাস্তায় ফ্রি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিলো। বিশেষ পুলিশি টহলও লক্ষ্য করা গেছে।
নিউইয়র্কে সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন ঈদ জামাতে নিউইয়র্কে মুসলমানদের নিরাপত্তার জন্য মার্কিন প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
নিউইয়র্কে প্রবাসীদের বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে জ্যামাইকা মুসলিম সেন্টারে। এখানে নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিও মুসল্লিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
নিউইয়র্কে এবার অধিকাংশ ঈদ জামাত সকাল ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে অনুষ্ঠিত হয়।
বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে মসজিদের পাশে স্কুল মাঠে, পার্কচেস্টার জামে মসজিদে, নর্থ ব্রঙ্কস জামে মসজিদের উদ্যোগে ব্রঙ্কসের ওভাল পার্কে, জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে জ্যামাইকা হাই স্কুল মাঠে, জ্যাকসন হাইটস মোহম্মদী সেন্টারের ডাইভারসিটি প্লাজা স্ট্রিটে, এস্টোরিয়ার শাহজালাল মসজিদে, এস্টোরিয়া আল আমিন মসজিদে, উডসাইড বায়তুল জান্নাহ মসজিদে, ম্যানহাটন আসসাফা ইসলামিক সেন্টারে, ডাউন টাউন ম্যানহাটন সারা ডি রুজভেল্ট পার্কে, ইস্ট এলমহাস্ট জামে মসজিদ অ্যান্ড মুসলিম সেন্টারে গারমান প্লে গ্রাউন্ডে, জ্যামাইকা দারুল সালাম মসজিদে, ব্রুকলিন বাংলাদেশ মুসলিম সেন্টারে, ব্রুকলিন বায়তুল জান্নাহ মসজিদে, মসজিদে আবু হোয়ারয়ার উদ্যোগে খোলা মাঠে, ওজনপার্কের আল-আমান মসজিদের খোলা মাঠে, ভার্জিনিয়ার একমাত্র বাংলাদেশী মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশী অধ্যুষিত নিউজার্সি, কানিকটিকাট, বস্টন, ভার্জেনিয়া, ওয়াশিংটন ডিসি, মেট্র্রোওয়াশিংটন, ম্যারিল্যান্ড, পেনসেলভেনিয়া, ওয়াহিও, মিশিগান, লস এঞ্জেলেস, অ্যারিজোনা, টেক্সাস, ফ্লোরিডা, নর্থ ক্যারোরিনা, সাউথ ক্যারোলিনা, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, নিউ ব্রানসউইক, টরন্টো ও মন্ট্রিয়াল সহ উত্তর আমেরিকার বিভিন্ন শহরেও পবিত্র ঈদের জামাত অনষ্ঠিত হয়।
নামাজ শেষে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্বমানবতার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
Leave a Reply