বর্ণমালা নিউজ, নিউইয়র্ক : নিউইয়র্কের রিয়েল এস্টেট ব্যবসায়ী সিলেটের ফেঞ্চুগঞ্জের জাকির খান তার বাড়িওয়ালার হাতে খুন হবার পর এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ সোচ্চার হয়েছিলেন; কিন্তু হত্যাকারী পাকিস্তানি নাগরিক মেহরান হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করায় শেষপর্যন্ত আন্দোলন গড়ে তুলতে হয়নি।
অন্যদিকে প্রচলিত আইনে জাকির খান হত্যার বিচার হচ্ছে। এর রায়ে হত্যাকারীর শাস্তি যা হবার তাই হবে। তাই কমিউনিটির নেতৃবৃন্দ এবং তার আত্মীয়স্বজনরা এখন আদালতের দিকেই চেয়ে আছেন; কিন্ত জাকির খানের স্ত্রী তার পিতৃহারা তিন সন্তানকে নিয়ে কেমন আছেন সে খবর কেউ রাখছেন না।
এমনকি এক সময় যারা তরুণ ব্যবসায়ী ও সমাজসেবী জাকির খানের নিকট থেকে দান-অনুদান নিয়েছেন তারাও দূরে সরে আছেন।
অর্থবিত্তের মাঝে বেড়ে উঠা জাকির খানের স্ত্রী-সন্তানরা এখন ম্যানহাটানের সরকারি হোমালেস সেন্টারের একটি ছোট কক্ষে জীবন যাপন করছেন। যে কক্ষে ন্যান্সি খান দুই কন্যা ও একপুত্রকে নিয়ে বাস করছেন সেখানে রান্না-বান্নার কোন সুযোগ নেই। এ কারণে আশ্রয় কেন্দ্র থেকে সরবরাহ করা খাবারই তাদেরকে খেতে হয়।
সরকারি সহায়তায় একটি বাসা ভাড়া করার চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছেন ন্যান্সি খান। ব্রঙ্কসের কোন বাড়িওয়ালা তাদেরকে বাসা ভাড়া দিতে সম্মত হননি। অথচ তিনি ব্রঙ্কসে বসবাস করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।
আশ্রয় কেন্দ্র থেকে স্কুলে গিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছে জাকির খানের সন্তানরা। তার বড় মেয়ে সিক্স গ্রেডে ও ছেলে পঞ্চম গ্রেডে পড়ে বারুক কলেজের পাশের মিডল স্কুলে। আর ছোট মেয়ে পড়ছে ম্যানহাটানের পিএস ১১৬-তে কেজিতে।
আশ্রয় কেন্দ্রে জাকির খানের পরিবারের সাথে যোগাযোগ রয়েছে এমন একজন বাংলাদেশী নারী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, পরিবারটি সত্যিই মানবেতর জীবন যাপন করছে। শিশুরা নিজেদের পছন্দের খাবার পায় না। আশ্রয় কেন্দ্রের দেয়া খাবারগুলো এদেশীয় খাবার; কিন্ত তারা বাংলাদেশী খাবার খেতে অভ্যস্ত। তবে তাদেরকে মাঝে মধ্যে আরেক সমাজসেবী বাংলাদেশী নারী দেশী খাবার দিয়ে আসেন।
Leave a Reply