নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবানীর বাংলাদেশী সংগঠন অবাকের উদ্যোগে ১ এপ্রিল শনিবার বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের স্বাধীনতা দিবস স্মরণে ‘বাংলাদেশ ডে ও পিঠা উৎসব’। এতে সমাগম ঘটেছিলো আলবানীর সকল স্তরের বাংলাদেশীদের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএস কংগ্রেসম্যান পওল টংকো। তিনি আমেরিকার সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাংলাদেশী-আমেরিকানদের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
বাংলাদেশী গার্মেন্টস শিল্পের উন্নয়নে আমেরিকার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনারেল শামিম আহসান। এছাড়া অবাক চেয়ারম্যান এহতেশাম খন্দকার, প্রেসিডেন্ট মাহমুদ খান এবং জেনারেল সেক্রেটারি মাজহারুল রিপন সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply