নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন।
শনিবার সকালে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে দলীয় নেতাকর্মীরা তাকে বিপুল সংবর্ধনা জানান।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী দুলাল, এমাদ উদ্দিন মানিক, অ্যাডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, আওয়ামীলীগ নেতা মোস্তাক আহমদ পলাশ ও কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী।
Leave a Reply