প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী যুক্তরাজ্য সফরে যাচ্ছেন।
প্রতিমন্ত্রী আগামীকাল বুধবার, ২৪ এপ্রিল বিকেল ৪টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের টার্মিনাল ৪-এ পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।
লন্ডন পৌঁছেই শফিকুর রহমান চৌধুরী সর্বপ্রথম বিকেল ৫টায় শহীদ আলতাব আলী পার্কে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। বিকেল সাড়ে ৫টায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। এরপর সন্ধ্যা ৬টায় ব্রিকলেন জামে মসজিদ প্রাঙ্গণে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করবেন। পরে তিনি নিজের বাসভবনে পৌঁছবেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply