নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক মহামারি করোনায় চরম বিপর্যস্ত যুক্তরাজ্য থেকে আরো ৬২ জন প্রবাসী দেশে এসেছেন। এর মধ্যে ৪৫ জন নেমেছেন সিলেটে আর ১৭ জন নেমেছেন ঢাকায়। সবাইকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
সোমবার সকাল ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি দুই শূন্য দুই ফ্লাইটে এই যাত্রীরা সিলেট আসেন। ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন সিলেটের প্রবাসীরা। অন্যরা একই উড়োজাহাজে ঢাকায় চলে যান।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামা ৪৫ জন যাত্রীকে বিমানবন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে বিআরটিসি বাসে করে সরাসরি হোটেলে নিয়ে যাওয়া হয়।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা বিমানবন্দরের হেল্থ ডেস্কে লন্ডন থেকে সঙ্গে আনা কোভিড-১৯ নেগেটিভ সনদ জমা দিয়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। সবার সঙ্গেই করোনা নেগেটিভ সার্টিফিকেট ছিল।
Leave a Reply