নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্য থেকে আসা করোনা পজেটিভ ২৮ জনের মধ্যে পরদিনই ২৫ জনের নিগেটিভ রিপোর্ট আসায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বুধবার বৈঠকে বসছেন।
গত ২১ জানুয়ারি যুক্তরাজ্য থেকে সিলেট আসেন ১৫৭ জন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাদেরকে নিয়ে যাওয়া হয় বাধ্যতামূলক ৪ দিনের কোয়ারেন্টাইনে। এই কোয়ারেন্টাইন শেষ হয় সোমবার; কিন্তু শেষ দিনে সীমান্তিক ল্যাবে তাদের করোনা পরীক্ষা করা হলে ২৮ জনের পজেটিভ রিপোর্ট আসে। তাই রাতেই তাদেরকে শহীদ ডা শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেটের সিভিল সার্জন ডা প্রেমানন্দ মণ্ডল জানান, পজিটিভ রিপোর্ট এলেও যাত্রীদের কারো কোন উপসর্গ না থাকায় মঙ্গলবার সকালে তাদের নমুনা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের আরটিপিসিআর ল্যাবে পাঠানো হলে ২৫ জনের নেগেটিভ রিপোর্ট আসে।
Leave a Reply