লন্ডন প্রতিনিধি : যুক্তরাজ্য জাসদে বিভক্তি ঘটিয়ে আম্বিয়া-বাদল-প্রধানের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করে শামীম আহমদ ও জুনেদুর রহমানের নেতৃত্বে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কমিটির নাম ঘোষণা করেন শামীম আহমদ ও জুনেদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন দলের অন্যতম নেতা সৈয়দ এলাহি হক শেলু।
বৈজ্ঞানিক সমাজতন্ত্র ও শ্রেণিসংগ্রামের মাধ্যমে সমাজ পরিবর্তনের স্বপ্নদেখা এক সময়কার ‘বিপ্লবী দল’ জাসদ দীর্ঘদিন ধরে জাসদ, বাসদ ও জেএসডি নামে তিনটি ভাগে বিভক্ত ছিল। প্রতিষ্ঠালগ্ন থেকে কট্টর আওয়ামী লীগ বিরোধী হলেও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলেই মন্ত্রীত্বে স্বাদ পান দলটির দুই ভাগের দুই শীর্ষ নেতা। ১৯৯৬ সালের সরকারে মন্ত্রী হন জেএসডির সভাপতি আ স ম আব্দুল রব আর বর্তমান সরকারের তথ্য মন্ত্রী হয়েছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু; কিন্তু তিনি ক্ষমতায় থাকা অবস্থায়ই দলে আবার ভাঙ্গন এসেছে।
এতে একটি অংশে নেতৃত্ব দিচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাংসদ শিরীন আক্তার। অন্য অংশের নেতৃত্ব শরীফ নূরুল আম্বিয়া, সাংসদ মঈন উদ্দিন খান বাদল ও নাজমুল হক প্রধানের হাতে। তবে দুটি অংশই ১৪ দলীয় জোটের ভিতরে রয়েছে।
এই ভাঙ্গনের কবলে পড়েছে যুক্তরাজ্য জাসদও। এতদিন জোড়াতালি দিয়ে চলছিল দলটি; কিন্তু শেষরক্ষা হয়নি।
এর পরিপ্রক্ষিতে আহুত সংবাদ সম্মলেনে লিখিত বক্তব্য পাঠ করেন জাসদের কেন্দ্রীয় নেতা ও নবগঠিত কমিটির সভাপতি শামীম আহমদ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সাব্বির চৌধুরী ও নিজাম উদ্দিন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় বাংলাদশ থেকে দলের কেন্দ্রীয় নেতা ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মুস্তাক হোসেন ও সিলেট মহানগর সভাপতি জাকির আহমদ টেলিফোনে তাদের সিদ্ধান্তকে স্বাগত জানান।
যুক্তরাজ্য জাসদের নতুন কমিটির অন্যরা হলেন, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান, সদস্য সৈয়দ এলাহি হক শেলু, নিজাম উদ্দিন, শাহনূর খান, শামীম লোদী, কায়েস বড়ভূঁইয়া, সাঈদ চৌধুরী, মামুনুর রশিদ খান, শামসুজ্জামান ফখরু, খালেদ আজিম উদ্দিন জামাল, সাব্বির চৌধুরী, শাহ এনামুর রশিদ, সোহেল আহমদ, ফরিদ আহমদ, সোলেমান আহমদ, গোলাম কিবরিয়া খান, হেলাল আহমদ, কামরান আহমদ, নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হেদায়েতুল ইসলাম চৌধুরী, আব্দুল জলিল, মনজুর আহমদ চৌধুরী ও আবুল হায়দার রাজু।
Leave a Reply