যথাযোগ্য মর্যাদায় যুক্তরাজ্যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপ্রতি হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় পার্টি যুক্তরাজ্য শাখার সভাপতি মুহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আজম আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাপা নেতা, সিলেটি-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আতাউর রহমান আতা। বিশেষ অতিথি ছিলেন দলীয় নেতা মো আব্দুল হাই, মাহী উদ্দিন খোকন, জালাল উদ্দিন খান, জয়নাল উদ্দিন, হারুন মিয়া ও আব্দুল মালেক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুছ ছাত্তার, ইকবাল হোসেন, নূরুল হক, আব্দুল মতিন, আনোয়ার হোসেন, আব্দুস শহীদ, মহসিন আহমদ, আব্দুল আহাদ খান, হাবিবুর রহমান ও মুহাম্মদ আলী।
বক্তারা বলেন, এইচ এম এরশাদের জন্ম না হলে থানাগুলো উপজেলা ও মহকুমাগুলো জেলা হতোনা। তিনিই প্রতিটি জেলায় সার্কিট হাউস, ডিসি ভবন, এসপি ভবন, ঢাকার পান্থপথ, বিজয় সরণি, রোকেয়া সরণি, খিলগাঁও-মালিবাগ বিশ্বরোড, শুক্রবার ছুটির দিন ঘোষণা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বিদ্যুৎ ও পানির বিল মওকুফ করেছিলেন।
দিনটি উপলক্ষে জন্মদিনের কেকও কাটা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply