দক্ষিণ সুরমা উপজেলার সিলাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট লেখক গাজী আব্দুল কাদির (মুকুল) রচিত ‘আমার দেখা পূর্ব সিলাম’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান রবিবার যুক্তরাজ্যের লুটন শহরে অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব সিলাম আদর্শ সমাজকল্যাণ সমিতি ইউকের সভাপতি মো কামাল আহমদের সভাপতিত্বে এবং সাংবাদিক সৈয়দ মাহবুব আলম ও গাজী মো বকুল মিয়ার যৌথ পরিচালনায় গাজী প্রকাশনী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লুটনের মেয়র তাহের খান। প্রধান আলোচক ছিলেন ব্যারিস্টার এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও গবেষক মোখলেসুর রহমান চৌধুরী, প্রবীণ সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, লুটনের বিশিষ্ট সমাজকর্মী আশুক আহমদ এমবিই ও লুটন জালালাবাদ মসজিদের খতিব হাফিজ বশির উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন লেখকের বড় ভাই মোহাম্মদ সানা-উল গাজী। গাজী প্রকাশনার পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহ মাযহারুল ইসলাম সুমান। কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা করেন ক্বারী জামিল সুলতান।
বক্তারা বলেন, একটি দেশ, জেলা বা উপজেলার ইতিহাস লেখা হয়: কিন্তু এরকম এলাকাভিত্তিক ইতিহাস সাধারণতঃ বিরল। যতদিন স্থানীয়ভাবে এলাকাসমূহের শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ইতিহাস রচিত হবে না ততদিন জাতীয়ভাবে একটি দেশের সুষ্ঠু ও পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করা সম্ভব নয়।
অনুষ্ঠানের লুটনের মেয়র তাহের খান সহ অতিথিবৃন্দ ‘আমার দেখা পূর্ব সিলাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
Leave a Reply