সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, যারা বাংলাদেশকে সম্মান করেনা, বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করেনা এবং বাংলাদেশকে নিয়ে গর্ববোধ করেনা তাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনদিন আপস করবেন না।
রবিবার বিকেলে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে ত্রিপল থ্রি কল সেন্টারের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, সুনামগঞ্জে থ্রিপল থ্রি কল সেন্টার চালু হওয়ায় ৫০ ধরনের কাজ ঘরে বসেই অনলাইনে করা যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য ড জয়া সেনগুপ্তা, ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, অ্যাডভোকেট শামীমা আক্তার খানম, সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান পিএএ ও পুলিশ সুপার মিজানুর রহমান। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ। অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, দিরাই পৌরসভার মেয়ার মোশারফ মিয়া ও পরিকল্পনা মন্ত্রীর পিএস আব্দুল হাসনাত।
Leave a Reply