নিজস্ব প্রতিবেদক : যান্ত্রিক ক্রটির কারণে দুবাই-সিলেট-ঢাকা ফ্লাইটের একটি উড়োজাহাজ ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে আটকা পড়েছে।
ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল সাড়ে ৬টায় দুবাই থেকে ১৭০ জন যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর পৌঁছে বাংলাদেশ বিমানের বিজি-০৫২ ফ্লাইট, যা সকাল সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবার কথা ছিল; কিন্তু অবতরণের পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
ফ্লাইটের যাত্রীদের মধ্যে ১৪৭ জন ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে যান। অন্য ২৩ জন সহ সিলেট থেকে আরো কয়েকজন যাত্রীর ঢাকা যাবার কথা ছিল; কিন্তু তারা আটকা পড়েন।
ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, দুপুর ১টা থেকে ২টার মধ্যে ঢাকা থেকে বিকল্প উড়োজাহাজ এসে এই যাত্রীদেরকে নিয়ে যাবে।
Leave a Reply