তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে গভীর রাতে যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলন করার সময় ১১ জনকে পুলিশ আটক করেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে তাহিরপুর থানার ওসি আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ঘাগটিয়া আদর্শগ্রাম বড়টেক থেকে ২টি স্টিলবডি নৌকা সহ এই ১১ জনকে আটক করা হয়।
ওসি জানান, এসআই দীপঙ্কর বিশ্বাস বাদি হয়ে আটককৃত ১১ জন সহ ৪ জনকে পলাতক আসামি দেখিয়ে মোট ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
Leave a Reply