তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীতে বালি ও পাথরবাহী নৌযানে চাঁদাবাজির প্রতিবাদে নৌ-মালিক, বালি ও পাথর ব্যবসায়ী এবং শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
সোমবার দুপুরে ফাজিলপুরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মিয়ারচড় বালি-পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, বালি ও পাথর ব্যাবসায়ী সালাম সর্দার, একিন আলী, শাহিনূর, মতি মিয়া, গণি মিয়া, আবু তাহের, ফরিদ মিয়া ও হাছান আলী।
বক্তারা অভিযোগ করেন, লাঠিয়াল বাহিনী নিয়োগ করে উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকূল গ্রামের মর্তুজ আলীর ছেলে আবুল কাসেম, তার ভাই ফয়সল ও সেলিম প্রতি বাল্কহেড নৌকা থেকে ২ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে।
Leave a Reply